সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সালোকসংশ্লেষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Photosynthesis Related Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সালোকসংশ্লেষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Photosynthesis Related Important Questions Answers।
সালোকসংশ্লেষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Photosynthesis Related Important Questions Answers
1. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ার দ্বারা খাদ্য প্রস্তুত করে থাকে?
উত্তর:- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়।
2. সালোকসংশ্লেষ দ্বারা কী জাতীয় বিপাক ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে?
উত্তর:- উপচিতি।
3. সালোকসংশ্লেষ প্রক্রিয়া কখন সম্পন্ন হয়?
উত্তর:- সালোকসংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয়।
4. সালোকসংশ্লেষ প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়?
উত্তর:- উদ্ভিদের সকল ক্লোরোফিল যুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলায়।
5. কোন প্রকার উদ্ভিদ কলায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়?
উত্তর:- সবুজ পাতার মেসোফিল কলায়।
6. কোন ধরনের জীব সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অংশগ্রহণ করে?
উত্তর:- যে সমস্ত জীবের দেহে ক্লোরোফিল আছে, তারাই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সক্ষম। যেমন- সবুজ উদ্ভিদ।
7. কোন উদ্ভিদ গুলি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্ষম হয়?
উত্তর:- ছত্রাক জাতীয় উদ্ভিদ। যেমন- ইস্ট, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম। মৃতজীবী সপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক পরজীবী উদ্ভিদ। যেমন- স্বর্ণলতা। এই সমস্ত ক্লোরোফিল বিহীন উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্ষম।
8. সালোকসংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম উল্লেখ করো।
উত্তর:- ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা
9. সবুজ উদ্ভিদ ছাড়া আর কোন জীব সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সক্ষম হয়?
উত্তর:- স্বভোজী ব্যাকটেরিয়া, ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা নামক প্রাণী সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সক্ষম হয়।
10. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান গুলির নাম উল্লেখ করো।
উত্তর:- কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যলোক এবং ক্লোরোফিল।
11. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কোনগুলি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর:- জল, কার্বন-ডাই-অক্সাইড
12. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপাদানগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর:- ক্লোরোফিল।
13. সালোকসংশ্লেষের উপাদান গুলির মধ্যে কোনগুলি বাহ্যিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর:- জল, কার্বন-ডাই-অক্সাইড ও সূর্যালোক।
14. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কোন উপাদানটি সূর্যলোক শোষণে সক্ষম হয়ে থাকে?
উত্তর:- ক্লোরোফিল।
15. উদ্ভিদের ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে থাকে?
উত্তর:- ফোটন কণা।
16. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন উপাদান দুটির বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়ে থাকে?
উত্তর:- H2O ও Co2
17. সালোকসংশ্লেষ প্রক্রিয়াটিকে কয়টি দশায় বিভক্ত করা হয়?
উত্তর:- দুটি দশায় বিভক্ত করা হয়, আলোক দশা এবং অন্ধকার দশা।
18. আলোক দশা কোথায় সম্পন্ন হয়ে থাকে?
উত্তর:- ক্লোরোপ্লাস্টের গ্রানায়।
19. অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়ে থাকে?
উত্তর:- ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়।
20. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামালটির নাম উল্লেখ করো?
উত্তর:- কার্বন ডাই অক্সাইড।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF